
সিলেটে প্যাকেটের খেজুর কিনে ঠকছেন ক্রেতারা
ডেস্ক নিউজ: রমজান মাস এলেই সাধারণ মুদির দোকান থেকে শুরু করে সুপারসপগুলোতে সাজিয়ে রাখা হয় বিভিন্ন রকমের খেজুর। খোলা অবস্থায় বিক্রি করা খেজুরের দাম একটু কম হলেও প্যাকেট করা খেজুরের দাম বেশ চড়া। রমজানে ইফতারের প্রধান আকর্ষন হচ্ছে খেজুর। পবিত্র এ মাসে বেশি চাহিদার খেজুর ক্রেতাদের কাছে বেশি দামেই বিক্রি করা হয়। কিন্তু বিদেশি বলে…