
গোলাপগঞ্জে খাগাইলে প্রশাসন কে না জানিয়ে সরকারী মাঠি কেটে নিজের জমি ভরাট
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ১০ উত্তর বাদেপাশা ইউনিয়নে ২নং ওয়াডের খাগাইল গ্রামে আছিরগঞ্জ বাজার দিয়ে বয়ে যাওয়া প্রায় ২০/ ২৫ দিনে আগে পানি উন্নয়ন বোর্ডের অধিনেও একটি ঠিকাধারী প্রতিষ্ঠানের আওতায় আছিরগঞ্জ বাজার থেকে ২ কিলোমিটার খাল খনন করা। খাল খননের সময় এলাকাবাসী সকলেই সরকারী কাজে সহযোগীতা করে এবং যাদের জমির উপর গাছ গাছালি ছিলো…