
মৌলভীবাজারে এম বি তে ক্রেতাদের উপচে পড়া ভীড়
মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজার জেলার প্রধান শহরে পশ্চিম বাজারে অবস্থিত জেলার সবচেয়ে বড় শপিং মহল তার নাম হল এম,বি শপিং সেন্টার। ঈদ আসতে আরও বাকি আছে প্রায় ১২ দিন কিন্তু দেখা যাচ্ছে ঈদের কেনাকাটার জন্য গ্রাম থেকে শুরু করে শহরের সবাই ছুটে গেছেন এম বি শপিং সেন্টারে ছোট থেকে শুরু করে বুড়ো মানুষ পর্যন্ত সবাই ব্যস্ত…