
কাজে ফিরছে বলিউড, শুটিং শুরুর অনুমতি
মহারাষ্ট্র সরকার দিন দশেক আগেই রাজ্যে শুটিং শুরুর অনুমতি দিয়েছে। ধীরে ধীরে বলিউডের বড় বড় স্টুডিয়োগুলি বাকি থাকা ছবির শুটিং চালু করার পথে এগোচ্ছে। শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা ‘শামসেরা’র বাকি থাকা শুট এ মাসেই শুরু হতে পারে। লকডাউনের আগেই ছবির সিংহভাগের শুটিং হয়ে গিয়েছিল। মুখ্য চরিত্রে রণবীর কপূর ও সঞ্জয় দত্তের চার…