
আল নাসরের পয়েন্ট হারানোর ম্যাচে রোনালদোর ৯২৬তম গোল
এক গোল হজমের পর দ্রুতই দুই গোল দিয়ে লিড নেয় আল নাসর। তবে বিরতির পর লাল কার্ডের কারণে দশ জনের দলে পরিণত হওয়া দলটির জালে আরও একটি গোল দেয় আল শাবাব। শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি গোল করেছেন। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন…