
সেই হারানো বিপাশার বিয়ে আজ
ডেস্ক নিউজ : তখন কতই বা বয়স ছিল তার- হয়তো ৮ কিংবা ৯ বছর। উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করছিল সে। সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ উদ্ধার করেছিল আপনজন আর বাড়িঘর হারিয়ে ফেলা এ মেয়েটিকে। নিজের নাম বিপাশা আক্তার মুন্নি আর বাবার নাম জামাল মিয়া- এটুকু ছাড়া আর কিছুই জানাতে পারেনি সে। প্রায় বছর দশেক আগের এই ঠিকানাবিহীন…