জেনে নিন আচারি হাঁসের রেসিপি
উপকরণ: দেশি হাঁসের মাংস ১ কেজি; পেঁয়াজকুচি ১ কাপ; পাঁচফোড়নবাটা ২ চা-চামচ; আস্ত পাঁচফোড়ন আধা চা-চামচ; মেথিবাটা আধা চা-চামচ; আদাবাটা ২ চা-চামচ; রসুনবাটা আধা চা-চামচ; মরিচগুঁড়া ১ চা-চামচ; হলুদগুঁড়া ১ চা-চামচ; জিরাগুঁড়া ১ চা-চামচ; টক দই ২ টেবিল চামচ; তেঁতুলের ঘন ক্বাথ সিকি কাপের বেশি; চিনি ১ চা-চামচ; আস্ত এলাচি, লবঙ্গ, দারুচিনি ৩টি করে; তেজপাতা…