কী করছে না এই জেন–জি, আগামীর বাংলাদেশ কেমন হবে
কী করছে না এই জেন–জি। ১৮ থেকে ২৭ বছর বয়সী তরুণ জেন-জিদের প্রশংসায় সবাই এখন পঞ্চমুখ। অথচ এই প্রজন্মকেই ডিজিটাল জালে আটকা পড়া প্রজন্ম হিসেবেই ধরে নেওয়া হয়েছিল। ভাবা হয়েছিল, এই প্রজন্ম সমাজ–সংসারের প্রতি উদাসীন। বাংলাদেশের সবুজ বুকে ২০২৪ সালের রক্তিম ইতিহাস রচনার সূচনালগ্ন থেকে তাঁরা যেমন সক্রিয় ছিলেন, তেমনি দেশের ক্রান্তিকালেও হাল ধরেছেন তাঁরাই।…