
জামিয়ায় পুলিসের লাঠিচার্জ নিয়ে চুপ কেন? অমিতাভ, শাহরুখ, সলমন, অক্ষয়দের ‘বয়কটের’ ডাক
দিল্লির (JamiaProtests) জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর (Police) পুলিসের লাঠিচার্জের ঘটনায় কেন মুখ খুলছেন না বলিউড সেলেবরা, এবার এমনই প্রশ্ন তুলতে শুরু করলেন নেটিজেনদের একাংশ। (Amitabh Bachchan) অমিতাভ বচ্চন, (Shah Rukh Khan) শাহরুখ খান, (Salman Khan) সলমন খান, (Aamir Khan) আমির খান-রা কেন জামিয়ার বিক্ষোভে পুলিসের লাঠিচার্জের বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন, তা নিয়ে…