
ইতিকাফের নিয়ম ও ফযিলত সম্পকে আলোচনায়
ইতিকাফ একটি মহান ইবাদত। ইতিকাফ হচ্ছে ইমানি শিক্ষা গ্রহণের একটি শিক্ষনীয় পবিত্র পাঠশালা। ইতিকাফ ইমান মজবুত করে এবং বান্দা মোত্তাকি হওয়ার মহা সূযোগও বটে। মাহে রমজানের শেষ দশ দিন মসজিদে (পুরুষ) অবস্থান করতে হয়। ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া। গ্রাম-মহল্লা ও এলাকাবাসীর পক্ষ থেকে রোজাদার কেউ ইতিকাফ করলে সুন্নতে কিফায়া আদায় হয়ে যায়। কিন্তু যদি…