রবিবার, মার্চ ৩১, ২০২৪
শাকিবের ‘তুফান’ ঝড়ে ‘জংলি’ হবেন সিয়াম

চলতি বছরের সবচেয়ে বড় সিনেমা শাকিব-রাফি জুটির ‘তুফান’। ঈদুল আজহাতে দেশের সিনেমা হলে ‘তুফান’ বইবে এই ঘোষণা দিয়ে রেখেছেন সিনেমা সংশ্লিষ্টরা। সেই ঝড়ে দীর্ঘ বিরতি দিয়ে যোগ দিয়েছেন সিয়াম আহমেদ। নায়ক বড় পর্দায় ফিরছেন ‘জংলি’ হয়ে।নিজের জন্মদিনে সেই ঘোষণা দিয়ে নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টার অন্তর্জালে প্রকাশ করেছেন সিয়াম। যেখানে পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখRead More