Main Menu

রবিবার, অক্টোবর ১৫, ২০২৩

 

গাইবান্ধায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, গাইবান্ধা এর যৌথ উদ্যোগে গাইবান্ধা জেলা সদরে ১৫.১০.২০২৩ ইং তারিখে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। a উক্ত মোবাইল কোর্ট অভিযানে- বিএসটিআই এর গুণগত মানসনদ না থাকায় এবং অন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করায়, মেসার্স শামিম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, বালুয়া রোড, তুলসীঘাট, গাইবান্ধাকে ১০,০০০/- এবং মেসার্স জয় ফুডস (সাবেক আজিজার বেকারী), পলাশবাড়ী রোড, তুলসীঘাট, গাইবান্ধাকে ২০০০/- জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়। উক্ত অভিযানটি পরিচালনা করেন জনাব মৌমিতা গুহ ইভা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাইবান্ধা। প্রসিকিউটর হিসেবে ছিলেন প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ডRead More