Main Menu

সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩

 

খেলা ঘোরাচ্ছে বাংলাই, লগ্নি করুন, বার্সেলোনার শিল্প সম্মেলনে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা

মাদ্রিদের পর বার্সেলোনা— স্পেনের বণিকমহলের সামনে শিল্পস্থাপন এবং লগ্নির জন্য বাংলার উর্বর মাটির কথা আবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যয়ের সঙ্গেই জানালেন, ভারতকে এখন নেতৃত্ব দিচ্ছে বাংলা। তাঁর কথায়, ‘‘বাংলা এখন দেশের মধ্যে সবচেয়ে উন্নতিশীল রাজ্য। আমরাই দেশকে নেতৃত্ব দিচ্ছি। আমরাই গেম চেঞ্জার। তাই আমাদের রাজ্যে বিনিয়োগ করুন। কোনও সমস্যা হবে না। জমি থেকে যোগাযোগ, প্রশিক্ষিত শ্রমিক থেকে সরকারি সুবিধা— সবটা পাবেন।’’ মঙ্গলবার মমতার স্পেন সফরের সপ্তম দিন। মাদ্রিদে চার দিন ছিলেন। গত রবিবার বার্সেলোনা পৌঁছন। এল প্যালেস হোটেলের গ্র্যান্ড ভিয়া হলে বসেছিল মঙ্গলবারের শিল্প সম্মেলন। মাদ্রিদের মতো এখানেওRead More