Main Menu

শুক্রবার, জুলাই ২১, ২০২৩

 

জাস্টিন ট্রুডোর মতো যদি – নাজমুল ইসলাম মকবুল

  জাস্টিন ট্রুডোর মতো যদি নেতা হতেন দেশে দেশে সব মানুষকে সমানভাবে যেতেন তারা ভালোবেসে। সকল শ্রেণীর নাগরিকদের পাশে বসতেন সবার মতো আনন্দেরই ফল্গুধারা বইতো তখন অবিরতো। আদর দিয়ে সোহাগ দিয়ে টেনে নিতেন আপন বুকে কুলাকুলি করতেন তারা সবার সাথে হাসিমুখে। শান্তি পেতেন স্বস্তি পেতেন সাদাসিদে পোষাক পরে মহানুভব এমন নেতা দেখতে যে চাই দু-চোখ ভরে।।