মঙ্গলবার, মে ১৬, ২০২৩
পেট ও ত্বকের আরাম দেবে তরমুজ

এখন বাজারে ইতিউতি তাকালেই তরমুজের দেখা মিলবে। লাল টুকটুকে এক ফালি তরমুজ মুখে দিলে শরীর ও মন শীতলতায় ভরে যায়। গুণভরা তরমুজে ভিটামিন ‘এ, বি, সি আছে। ভিটামিন ‘এ’ শুধু ত্বক নয়, চোখ, চুল, নখ, দাঁতের পুষ্টির জন্য খুবই জরুরি। তরমুজ পাকালে এর মধ্যে লাইকোপেনের পরিমাণ বাড়ে। ফলে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা হৃদপিণ্ডের জন্য দারুণ এবং শিশুদের মধ্যে কার্ডিওভাসকুলার স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে। তরমুজের খোসার আরেকটি গুণ আছে, তা হলো ফাইবার সমৃদ্ধ। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা তরমুজের খোসা লাউয়ের মতো রান্না করে খেতে পারেন। এই গরমে আপনার পেটে আরাম মিলবে। তরমুজের খোসার সাদা অংশRead More