সোমবার, নভেম্বর ৭, ২০২২
সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই..

আব্দুর রশিদ, জকিগঞ্জঃ প্রতিদিনই যেন সড়কে মৃত্যুর মিছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা খবরের কাগজ খুললেই চোখে পড়ে অসংখ্য তাজা মৃতদেহের ছবি, ক্ষত-বিক্ষত দেহ রাস্তায় পড়ে আছে, ঝরে যায় কত তাজা প্রাণ, কত পরিবার পথে বসছে, সেই অশ্রুসজল করুণ মুখের হিসাব কেউ রাখে না। পিতার কাঁধে পুত্রের লাশ অথবা অপ্রাপ্ত বয়স্ক পুত্রের সামনে পিতার রক্তাক্ত নিথর দেহ। অনেকেই আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে আজীবনের অভিশপ্ত জীবন যাপন করছে। সিলেট জেলা শহর থেকে সবচেয়ে দূরবর্তী উপজেলা (প্রায় ৯৫ কিলোমিটার) জকিগঞ্জ সড়কে ইদানিং ‘সড়ক দুর্ঘটনা’ শব্দটি একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। একের পরRead More