শনিবার, অক্টোবর ১, ২০২২
মাতঙ্গী ষষ্ঠ শারদ সংকলনের মোড়ক উন্মোচন

তৃণমূলের নিবেদিত প্রাণ বিভাস বিজয় সম্পাদিত মাতঙ্গী সংকলন ৬ বছরে।১লা অক্টোবর ২০২২ শনিবার বিকাল ৪ ঘটিকায় তুলাপুর মাষ্টার বাড়ী পূজা মন্ডপস্থ তীর্থ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত “মাতঙ্গী” ষষ্ঠ শারদ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তীর্থ সাহিত্য পরিষদের সম্পাদক বিভাস বিজয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্মোচক বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রীর মুক্তিযুদ্ধা সন্তান রাজিব দাস। এচাড়া উপস্থিত চিলেন রাজনগর উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্ত্তী, রাজনগর পৌর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক নয়াদিগন্ত রাজনগর প্রতিনিদি শঙ্কর দুলাল দেব, বালাগঞ্জ পুজা উদযাপনRead More