মঙ্গলবার, আগস্ট ২, ২০২২
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন নজির হোসেন লাহিন

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক নজির হোসেন লাহিন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক নির্বাচিত হয়েছেন। আওয়ামী পরিবারের সন্তান ছাত্রনেতা লাহিন ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের ধারন গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আছদ্দর আলীর তৃতীয় ছেলে। তার বড় ভাই জাকির হোসেন সেলিম যুক্তরাজ্যের লন্ডন মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও তার মেঝো ভাই মোশাররফ হোসেন শাহীন ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ছোট ভাই জয়নুল হোসেন তুহিন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য ছিলেন।