শনিবার, মে ২৮, ২০২২
বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য তালিকা করলেন এমপির প্রতিনিধি দল

সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রকৌশলীর তথ্যমতে ২৬টি সড়কের প্রায় ৮৫কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এ সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় গণফোরাম নেতা মোকাব্বির খান। তিনি যুক্তরাজ্যে থাকায় তাঁর নির্দেশে এই ক্ষতিগ্রস্থ ২৬টি সড়কসহ প্রায় শতাধিক সড়ক-রাস্তা পরিদর্শন করে দ্রুত সংস্কারের জন্য তালিকা করেছেন এমপির প্রতিনিধি দল। সড়কগুলো হচ্ছে-খাজাঞ্জি ইউনিয়নের জনবহুল বিশ্বনাথ-খাজাঞ্চি-কামালবাজার সড়ক, রামপাশা-সিংগেরকাছ সড়ক হতে গোয়াহরি-দৌলতপুর ইউনিয়ন পরিষদ সড়ক, রামপাশা-সিংগেরকাছ সড়ক হতে শেখেরগাও-উজাইজিরি সড়ক, লামাকাজী ইউনিয়নের আতাপুর-আকিলপুর ও খাজাঞ্চিগাঁও সড়ক, সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে সংযোগ লামাকাজী গ্রামিন ব্যাংক-সাঙ্গিরাই মুল্লারগাঁও রেলস্টেশন সড়কসহ শতাধিক সড়ক। এছাড়া উপজেলাRead More