বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১
বাংলাদেশ দলে করোনার হানা

নিউজিল্যান্ড সফরে গিয়ে অস্বস্তিতে পড়ে গেলো বাংলাদেশ। করোনায় আক্রান্ত হয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। দলের সফরসঙ্গী ছিলেন তিনি! হেরাথের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। হেরাথের করোনা পরিস্থিতি নিয়ে ওই সূত্র বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হেরাথ করোনা পজিটিভ। তার হালকা জ্বর আছে। তবে অন্য কোনও খেলোয়াড় বা স্টাফ করোনা পজিটিভ হননি।’ জানা গেছে, এই ঘটনায় বুধবার আবারও করোনা পরীক্ষা হয়েছে সবার। এই পরীক্ষার ফল প্রাপ্তির পরই বোঝা যাবে আর কেউ পজিটিভ হয়েছেন কিনা। নিউজিল্যান্ড সফরে গিয়ে এখন বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিনে রয়েছে বাংলাদেশ দল।Read More
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ (১৫ ডিসেম্বর) সেখানে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর দর্শনার্থী খাতায় নিজের অনুভূতি লিখেছেন। সবশেষে একটি গাছের চারা রোপণ করেন। ভারতীয় কূটনীতিক অরিন্দম বাগচী টুইটারে জানান– দর্শনার্থী খাতায় ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, ‘মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের চেতনা আমাদের চিন্তা ও কর্মে অব্যাহত থাকুক।’ স্মৃতিসৌধে রামনাথ কোবিন্দের সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তিRead More