Main Menu

বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১

 

জল অভিমান এমনি আসে না।

যখন ব্যথার সাগরে মন ভাসতে থাকে অন্তর মম ক্ষত বিক্ষত হয় অবিরত হৃদয় হতে তখন ক্ষরিত হতে থাকে শানিত রুধির।। জোয়ার ভাঁটার মতোন তা কখনো সব ভাসিয়ে দিয়ে যায় আবার কখনো সব টেনে নিয়ে যায় গহীন চিত্তে।। কখনো অন্তর আত্না ভেঙ্গে চুড়মার হয়ে যায় আবার কখনো সে ভাঙ্গাগড়া থেকে নতুন করে গড়ে ওঠার প্রয়াস পায়।। এভাবেই চলতে থাকে ভাসা আর ডোবার খেলা মাঝে মাঝে ইচ্ছে করে নিজেই বৃষ্টি হয়ে যাই মেঘ দুপুরে হঠাৎ করে নিজেকে ভেজাই।। ঝুম বৃষ্টি হয়ে ঝরে ঝরে সব অভিমানগুলো ধুয়ে ফেলি আসলে জল অভিমানগুলো ক্ষণস্থায়ী হবেইRead More