মঙ্গলবার, অক্টোবর ১, ২০১৯
মা যে আমার ভালোবাসা–সেলিম আহমদ কাওছার

মা যে আমার ভালোবাসা মা যে আমার প্রাণ। মা বিহনে এ ভূবনে কাঁদে আমার প্রাণ। মা যে আমার মাথার মুকুট মা যে আমার জান। মায়ের ছোঁয়ায় বেঁচে আছে আমারী পরাণ। মা যে আমার দিক দিশারী মা যে আমার আলোক তরী। খোদার নিকট ফরিয়াদ করি দাওগো হায়াত আমার মায়েরী।
সিলেটে সপ্তাহজুড়েই থাকবে বৃষ্টি

আগামী কয়েকদিনই সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। মৌসুমী বায়ুর প্রভাবেই এমনটা ঘটবে বলে আবহাওয়া অধিদফতরের খবরে বলা হয়েছে। চলতি মাসের শেষ ও আগামী মাসের শুরুর পুরো সপ্তাহজুড়েই থেমে থেমে বৃষ্টি থাকবে। বৃষ্টি হবে কোথাও ভারী আবার কোথাও হালকা। দেশের উপকূলীয় অঞ্চলে মৌসুমী বায়ু অবস্থান করছে জানিয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি হবে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই বৃষ্টি থাকতে পারে বলে তিনি সম্ভাবনার কথা জানিয়েছেন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরRead More