রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৯
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের (২০১৮ সালের) লিখিত পরীক্ষার ফল রোববার প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৫৫ হাজার ২৯৫ জন প্রার্থী। তাঁরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৭ লাখ ৭৩ হাজার ৯১৭ জন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd ) পাওয়া যাবে।
বিশ্বনাথ দেওকলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তারের ৫ম মৃত্যু বার্ষিকী কাল

বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক, শালিশ ব্যক্তিত্ব প্রবীণ মুরব্বি মরহুম আব্দুস ছত্তারের ৫ম মৃত্যুবার্ষিকী আগামিকাল সোমবার অনুষ্টিত হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কালিজুরী গ্রামের বাড়িতে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হবে। মৃত্যু বার্ষিকীতে মরহুমের আত্বীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিতি কামনা করেছেন মরহুমের ছেলে আবুল হাসানাত বকুল।
বিএসকেএস এর সিলেট বিভাগীয় সভাপতির মাতার আরোগ্য কামনা

প্রাক্তন (স্বাস্থ্য) পরিচালক সিলেট বিভাগ, বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটি সিলেট বিভাগীয় সভাপতি ও সিলেট সুনাম ধন্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় দাদা ডা: বনদ্বীপ লাল দাসের গর্ভধারিণী মাতা বার্ধক্য জনিত কারনে অসুস্ত হয়ে ইউনাইটেড ক্লিনিকে কয়েকদিন ধরে ভর্তি আছেন। উনার দ্রুত সুস্থতা কামনার জন্য বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটি পরিবারের পক্ষ থেকে সবাইকে আর্শিবাদ ও দোয়া করার জন্য অনুরোধ করা হচ্ছে।