বৃহস্পতিবার, জানুয়ারি ৩, ২০১৯
হবিগঞ্জে শিক্ষিকা সমায়িক বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়ইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পুরাতন বই বিতরণের অভিযোগে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নেয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গিয়ে নতুন বই বিতরণ করেন এবং অভিযুক্ত শিক্ষিকা ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, পহেলা জানুয়ারি সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। কিন্তু বাহুবলের বড়ইউড়ি সরকারি প্রাথমিকRead More