শনিবার, সেপ্টেম্বর ১, ২০১৮
সদ্য স্থাপিত শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপণ করলো ‘লাইফ শেয়ার”

ফখর উদ্দিন: লাইফ শেয়ার এর গ্রীন ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হউ ০১-০৯-২০১৮ তারিখ সুনামগঞ্জ জেলাধীন দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সদ্য স্থাপিত শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেহাগনি রেইন্ট্রী আম কাঁঠাল জলপাই সহ কয়েক প্রজাতির কাঠ ও ফলের গাছ রোপণ করে লাইফ শেয়ার, উপস্থিত ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল হক। প্রধান শিক্ষক ইয়াকুব আলী বলেন স্কুলে কাঠের গাছের পাশাপাশি ফলের থাকা প্রয়োজন ছাত্রছাত্রী ফলের সিজনে ফল খাওয়ার সুযোগ পাবে। আরো সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, মেনেজিং কমিটিরর সদস্য মোঃ সমর আলী। আরো উপস্থিত ছিলেন, লাইফ শেয়ারRead More