Main Menu

রবিবার, আগস্ট ৫, ২০১৮

 

২৪ ঘণ্টা পর এলো পূর্ণগতির মোবাইল ইন্টারনেট

ডেস্ক নিউজ:  প্রায় ২৪ ঘণ্টা পরে ফিরে এলো ‘পূর্ণগতি’র মোবাইল ইন্টারনেট। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে গতি হারাতে থাকে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। রাত সাড়ে দশটার পরে কেবল টু-জিই ব্যবহার করা সম্ভব হয়। রাত থেকেই ‘গুজব’ ছড়িয়ে পড়ে—ওপরের নির্দেশে মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে (১২৮ কেবিপিএস) রাখতে বলা হয়েছে। কী কারণে ইন্টারনেটের গতি কমেছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে জানা যায়নি। দায়িত্বশীল কেউ বিষয়টি স্বীকারও করেননি। একাধিক মোবাইলফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।  এদিকে, আইএসপি ও ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবারRead More