
হিসেব – জীবনের কাছে পরাজিত লেখক: অরুন দাস
একসাথে অনেকটা বছর কেটেছে আমাদের। কোথায় যেন পড়েছিলাম-হিসেব কষে জীবন পাড়ি দেয়া যায় কিন্তু সুখী হওয়া যায় না। সুখী হতে গেলে কিছুটা বেহিসেবী হতে হয়। তাই ভালোবেসে কার্পন্য শিখিনি। যা দিয়েছি উজাড় করে দিয়েছি। ভালোবাসাকে হাতের মুটোয় বন্দি করে রাখিনি, নোঙরে বেঁধে রাখিনি, নাটাই হাতে রাখিনি। বুকের এই বিশাল আকাশ তাকে দিয়েছি। মুক্ত বিহঙ্গের…