চুক্তি বন্ধ হওয়ার পথে চীনের টেলিকম কোম্পানিগুলো
ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সত্ত্বেও তাদের বাজারে চীনের টেলিকম কোম্পানিগুলোর দরজা বন্ধ হওয়ার পথে। “ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তারা জরিমানা দিতেও রাজি হয়েছে। তারা সীমিত আকারে বাজার পাওয়ার সম্ভাবনা থাকলেও চীনের প্রধান টেলিকম কোম্পানি জেটিই ও হাওয়াই এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ ক্রমেই দৃঢ় হচ্ছে।”
“শনিবার এক বিবৃতিতে রিপাবলিকান সিনেটর ম্যাক্রো রুবিও বলেন, হাওয়াই ও জেটিই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তাদের সাথে চীন সরকার ও দেশটির কমিউনিস্ট পার্টির সরাসরি যোগসাজশ রয়েছে। তাই তাদের এখানে ব্যবসা করতে দেয়া উচিৎ হবে না। তাদের সাথে স্বাক্ষরিত চুক্তিটিও যথাযথ হয়নি বলে তিনি দাবি করেন।”
“উল্লেখ্য, গত বৃহস্পতিবার চীনের প্রধান এ দুটি টেলিকম কোম্পানির সাথে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। “চুক্তির আওতায় চীনের এ কোম্পানিগুলো জরিমানা পরিশোধ করার বিনিময়ে দেশটিতে সীমিত আকারে ব্যবসা চালিয়ে যেতে পারবে বলে জানানো হয়েছিল। কিন্তু ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটররা এখনো চুক্তি ও কোম্পানি দুটির ব্যাপারে উদ্বিগ্ন।” (এএফপি)
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

ইসরায়েলে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)বিস্তারিত

যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।বিস্তারিত