নিউ জার্সির বেডমিনস্টার এলাকায় বর্তমানে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ব্যক্তিগত গলফ ক্লাবেই অবস্থান করছেন। এই সময়, শনিবার (৫ জুলাই) বিকেল দুইটা ঊনচল্লিশ মিনিটে, ওই এলাকার আকাশে একটি বেসরকারি ছোট আকাশযান অনধিকার প্রবেশ করে। খবর রয়টার্স।
এ ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তারা একটি যুদ্ধবিমান পাঠিয়ে ওই আকাশযানটিকে নিরাপদভাবে সরিয়ে নেয়। বিষয়টি নিশ্চিত করেছে উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা কমান্ড।
এমন ঘটনা পঞ্চমবারের মতো ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়েও এরকম অনধিকার প্রবেশ বারবার ঘটেছে। এজন্য সাধারণ পাইলটদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে, যেন যাত্রার আগে সব ধরনের সরকারি নির্দেশিকা ভালোভাবে পড়ে নেয়।
যেহেতু বর্তমানে ট্রাম্প বেডমিনস্টারে অবস্থান করছেন, তাই ওই এলাকার আকাশে সাময়িক নিষেধাজ্ঞা জারি রয়েছে, যেখানে সাধারণ আকাশযান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ঘটনার পর এখন পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ট্রাম্পের গলফ ক্লাবের আকাশে অনধিকার প্রবেশ, অতঃপর…
১২ দেশের শুল্কের চিঠিতে সই করেছেন ট্রাম্প, বাংলাদেশ আছে কি?
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যেখানে রাষ্ট্রপতি বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি অবস্থান করেন, সেখানে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। তবে এবারের ঘটনায় কোনো ধরনের বিপদ ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বার্তা বিভাগ প্রধান