সিলেট নগরীর কিছু এলাকায় মঙ্গলবার কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উন্নয়নমূলককাজ, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
তিনি জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ৩৩ কেভি উপশহর ফিডার এবং ১১ কেভি ফিডারের বিতরণ লাইন ও ট্রান্সফরমার জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর আশপাশের গাছের শাখা-প্রশাখা কাটার জন্য মঙ্গলবার সিলেট নগরীর নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর মধ্যে আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) সিলেট নগরীর ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ, শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বার্তা বিভাগ প্রধান