ডেস্ক নিউজ : বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জার্সি পরা রাশিয়ার গোলরক্ষক ইগোর আকিনফিভ বলেছেন, ‘আমরা সব দলকে স্বাগত জানাই, যারা বিশ্বকাপের জন্য এখানে আসছে।’ সবাই এবারের বিশ্বকাপ উপভোগ করবে বিশ্বাস তার, ‘আমি মনে করি, তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে রাশিয়া তাদের অভ্যর্থণা জানাতে শতভাগ প্রস্তুত। আমাদের দেশ এরই মধ্যে অনেক বড় ক্রীড়া ইভেন্ট ও গুরুত্বপূর্ণ ম্যাচ মঞ্চস্থ করেছে। আমি আশা করি প্রত্যেক খেলোয়াড়, কোচ ও ভক্তরা রাশিয়া ও এর আতিথেয়তা উপভোগ করবে।’ রাশিয়ার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক ডিফেন্ডার সার্জেই ইগনাশেভিচ বলেছেন, ‘আমি আশা করি প্রত্যেকে রাশিয়াকে পছন্দ করবে। এখানে এখন গ্রীষ্মকাল, আবহাওয়া চমৎকার এবং মানুষও বন্ধুত্বপরায়ণ। আমি নিশ্চিত আপনার সবাই খুশি হবেন।’ কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর রাশিয়া প্রস্তুত ফুটবল ভক্ত ও প্রতিযোগী দলগুলোকে স্বাগত জানাতে। তারই প্রথম ধাপ হিসেবে রাশিয়ার জাতীয় দল, কোচিং ও সাপোর্ট স্টাফরা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রত্যেক দেশের জার্সি পরে দলগত ছবি তুলে পোস্ট করেছে। শুধু খেলোয়াড়রা নয়, বিশ্বের আনাচে কানাচে থাকা সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত করতে চায় রাশিয়ার জনগণও। আগামী ১৪ জুন লুঝনিকি স্টেডিয়ামে সৌদি আরব ও রাশিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব সেরা হওয়ার লড়াই।
বার্তা বিভাগ প্রধান