Home » সিলেট একদিনে করোনায় ৪ জনের মৃত্যু

সিলেট একদিনে করোনায় ৪ জনের মৃত্যু

সিলেটে একের পর মৃতদেহ উপহার দিচ্ছে প্রাণঘাতি করোনা, দীর্ঘ হচ্ছে লাশের সারি। গতকাল একদিনে এ অঞ্চলে করোনা কেড়ে নিয়েছে চারজনের প্রাণ। এর মধ্যে তিনজনই সিলেট জেলার এবং অপরজন মৌলভীবাজারের।

অপরদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১০৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪, সুনামগঞ্জের ২৭ ও মৌলভীবাজারের ৩৫ জন।

গতকালের ১০৬ জনকে নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯১৭। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২৭৯ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৮৯১৭ জনের মধ্যে সিলেট জেলায় ৪৭৯৩, সুনামগঞ্জে ১৬৭৩, হবিগঞ্জে ১২৯৬ ও মৌলভীবাজার জেলায় ১১৫৫ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৪৯ জন। এর মধ্যে সিলেটে ৬৮, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ৪৮ ও মৌলভীবাজারে ২০ জন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে সিলেটে ৩১ ও হবিগঞ্জে ১৮ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪২৭৯ জন। এর মধ্যে সিলেটে ১৪৪৭ সুনামগঞ্জে ১২৭১, হবিগঞ্জে ৮৬৬ ও মৌলভীবাজারে ৬৯৫ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৭০৯০ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬৫২৩ জনকে।
বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৫৬৭ জন। এর মধ্যে সিলেটে ৩৪৪, সুনামগঞ্জে ১০২, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে ৮৭ জন।

আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ৩৯০ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৪৮, হবিগঞ্জে ১৫০ ও মৌলভীবাজারে ১০৯ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত।

এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা কেড়ে নিয়েছে চারজরে প্রাণ। এর মধ্য দিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৭। এর মধ্যে সিলেট জেলায় ১১৫, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৪ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *