ডেস্ক নিউজ: মাথায় জটা চুল, পিঠ অবধি নেমে গেছে। যা ক্যারিবীয় দ্বীপ অঞ্চলের মানুষের কথা মনে করিয়ে দেয়। চোখে নীলাভ মণি ও দৃষ্টিতে ক্ষোভ!
এটা চিত্রনায়ক আরিফিন শুভর নতুন লুক। এভাবেই নতুন ছবিতে দেখা যাবে তাকে।
তবে এ পর্যন্তই। আর কিছু জানাতে চান না শুভ। কারণটা হলো- সময় এখনও আসেনি। তবে নতুন ছবির প্রস্তুতি নিয়ে যাচ্ছেন তিনি। আপাতত ছবিটি নিয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে এটি আমার নতুন প্রজেক্ট। তার প্রথম লুক এটা।’
শোনা যাচ্ছে, ছবির নাম রাখা হয়েছে ‘জিরো’। এটি একটি অ্যাকশনধর্মী ছবি। আর তাতে একেবারে ভিন্নমাত্রায় দেখা যাবে আরিফিন শুভকে।
এদিকে শুভ এখন ব্যস্ত তার নতুন ছবির কাজ নিয়ে। কিছুদিন আগে প্রায় পাশাপাশি সময়ে ঘোষণা দিয়েছিলেন অঞ্জন ঘোষের ‘আহা রে’ ও অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবিতে কাজ করার।
প্রথমটিতে শুভর বিপরীতে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অপর ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও নওশাবা।
বার্তা বিভাগ প্রধান