Home » চাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইফ শেয়ার এর বৃক্ষরোপণ সম্পন্ন।

চাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইফ শেয়ার এর বৃক্ষরোপণ সম্পন্ন।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর ইউনিয়নে অরাজনৈতিক স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন ‘লাইফ শেয়ার’ এর উদ্যোগে চাইরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
আজ ৩ আগস্ট শনিবার এই কর্মসূচী পালন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহিব রাহমান এর তত্ত্বাবধানে লাইফ শেয়ার এর গ্রিন ওয়াল্ড শাখার পরিচালক গোলাম সামদানি সুমন এর পরিচালনায় উপস্থিত ছিলেন সংগটন এর সাবেক গ্রিন ওয়াল্ড প্রধান আজাদ। সাংগঠনিক সম্পাদক আফসান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহের। প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন। সদস্য আকতার হোসেন ও সুমন।
আরো উপস্থিত ছিলেন বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা জুবেদা বেগম, সহকারী শিক্ষক আজিজ আহমদ এবং ছাত্রছাত্রীবৃন্দ।
এসময় স্কুলের দপ্তরি দুলাল আহমদকে নিয়ে লাইফ শেয়ার এর সকল সদস্য নিজ হাতে বৃক্ষরোপণ করে। গাছের মধ্যে ছিল আকাশী,, চাকারশি, মেহগনি, পেয়ারা এবং কাঁঠাল গাছ।

গাছ রোপণ পরবর্তী সহ-সাধারণ সম্পাদক মোশাহিদ রাফি এর উপস্থাপনায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।এতে প্রধান শিক্ষিকা জুবেদা বেগম বলেন, “প্রতিবছর লাইফ শেয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে। এবার আমাদের বিদ্যালয় বৃক্ষরোপণ করায় সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানান।”

গ্রিন ওয়াল্ড পরিচালক সুমন বলেন,” বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র।
এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।”

আরো বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক কসির আলী, তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন ” গাছ আমরা রোপণ করেছি মাত্র। দেখাশুনারর দায়িত্ব তোমাদের। এসময় বিদ্যালয় কর্তৃপহ্মকে গাছের যত্নশীল হওয়ার আহবান জানান।”

সাধারন সম্পাদক মুহিব রাহমান জানান “এবছর মোট ছয়টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। এটি ৩য় বৃক্ষরোপণ। “

এতে আর্থিক অনুদানদেন ইমন আলী; ইটালি। আব্দুস সুবহান, সায়েম, বিল্লাল হোসেন; মালয়েশিয়া।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *