Home » ঢাকায় পার্কিং শেয়ারিং অ্যাপ চালু

ঢাকায় পার্কিং শেয়ারিং অ্যাপ চালু

ডেস্ক নিউজ: গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা এড়াতে চালু হলো পার্কিং শেয়ারিং অ্যাপ নেক্সপার্ক। ঢাকার অভিজাত এলাকা বা কর্মচঞ্চল এলাকায় পার্কিং সমস্যা বেশি দেখা যায়। আবার এসব এলাকার অনেক বাড়ির পার্কিং খালি পড়ে থাকে সকাল থেকে রাত পর্যন্ত। এই সময়টাতে গ্যারেজ বা বাসার মালিক শেয়ার করতে পারবেন তাদের পার্কিং জোন। গ্যারেজ নেক্সপার্কের মাধ্যমে ঘণ্টা, দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হিসেবে ভাড়া দিতে পারবেন। একই সঙ্গে করতে পারবেন অতিরিক্ত আয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, গাড়ির মালিকের বাসা ধানমণ্ডি আর অফিস মতিঝিলে। অফিস বা ব্যক্তিগত প্রয়োজনে গুলশান গিয়ে পড়েন গাড়ি পার্কিং নিয়ে বিড়ম্বনায়। ঢাকার রাস্তায় গাড়ির তুলনায় পার্কিং কম থাকায় অনেকেই বাধ্য হয়ে রাস্তায় গাড়ি পার্ক করেন। গাড়িতে আলাদা ড্রাইভার না থাকলে দুশ্চিন্তার পরিমাণ একটু বেশিই হয়। কারণ যেখানে গাড়িটি রেখেছেন, সেখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আবার যানজটের কারণে পুলিশ জরিমানাও করতে পারে। যত্রতত্র পার্কিংয়ের ফলে সৃষ্টি হয় অসহনীয় যানজট। ঢাকার যানজটের অন্যতম একটি কারণ হচ্ছে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং না করা। প্রযুক্তি প্রতিষ্ঠান নেক্সপার্ক জানিয়েছে, ঢাকার সবচেয়ে বেশি পার্কিং অনিয়ম দেখা যায় গুলশান, মতিঝিল, কাকরাইল, ধানমণ্ডি, গ্রিন রোড, পান্থপথ ও উত্তরার বিভিন্ন সেক্টরে। পার্কিংয়ের সমস্যা সমাধানে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়েছে প্রতিষ্ঠানটি। এটি দেশের প্রথম পার্কিং শেয়ারিং প্ল্যাটফর্ম। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার পছন্দ মতো স্থানে পার্কিং বাছাই করে সেখানে পার্কিং করতে পারবেন। অন্যদিকে গ্যারেজের মালিকরা তাদের পার্কিং স্পেস ভাড়া দিতে পারবেন। প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান জানান, এই পল্গ্যাটফর্মের মাধ্যমে গাড়ি ও গ্যারেজ মালিকের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে। একটি গাড়ি সকালে বেরিয়ে যাওয়ার পর গ্যারেজ বা পার্কিং স্পেস খালিই পড়ে থাকে। সেখানে সাময়িক সময়ের জন্য আরেকজনকে সুযোগ দিয়ে সহজেই যানজট নিরসন করা যেতে পারে। অ্যাপটির মাধ্যমে ঢাকার যে কোনো জায়গায় পার্কিং সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সার্ভিস, হাসপাতাল, নিকটস্থ এটিএম বুথসহ ওষুধের দোকান খুঁজে নেওয়ার ব্যবস্থা আছে অ্যাপে। গাড়ি মেরামতের রেজিস্টার্ড সার্ভিস সেন্টার থেকে সেবা নেওয়া যাবে অ্যাপসের মাধ্যমেই। গুগল পেল্গস্টার থেকে নেক্সপার্ক অ্যাপসটি ডাউনলোড করা যাবে। লিঙ্ক :goo.gl/PnHnbP

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *