দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়। এ তারকাকে নিয়ে তামিল সিনেমার পরিচালক অ্যাটলি কুমার এবার নির্মাণ করতে যাচ্ছেন ‘থালাপাতি ৬৩’।
এর আগে সিনেমাটির একটি ক্যামিও চরিত্রে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনয় করবেন বলে গুঞ্জন উঠে। এবার শোনা যাচ্ছে, ক্যামিও নয় সিনেমাটির প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে।
জি-নিউজ জানায়, অ্যাটলি কুমারের ‘থালাপাতি ৬৩’ সিনেমায় ক্যামিওর ছরিত্রে অভিনয় করার কথা থাকলেও পরে সিনেমাটির প্রধান ভিলেনের ভূমিকায় শাহরুখের অভিনয় কথা জানা যায়।
পরিচালক কেন্দ্রীয় এ চরিত্রের জন্য বলিউডের একজন পরিচিত মুখ খুঁজছিলেন। এরপর শাহরুখ খানকে ছবিতে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হয়ে যান।
সব কিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে শাহরুখের। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বিজয়, নয়নতারা, বিবেক, যোগী বাবু প্রমুখ। আগামী ২৭ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।ভারপ্রাপ্ত সম্পাদক : মুস্তাফিজ শফি | প্রকাশক : এ. কে. আজাদ
© স্বত্ব | সমকাল ২০০৫ – ২০১৯
মন্তব্য
অন্যান্য

ভারপ্রাপ্ত সম্পাদক : মুস্তাফিজ শফি | প্রকাশক : এ. কে. আজাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা – ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭ (প্রিন্ট), +৮৮০১৮১৫৫৫২৯৯৭ (অনলাইন) । ইমেইল: samakalad@gmail.com (প্রিন্ট), ad.samakalonline@outlook.com (অনলাইন)

নির্বাহী সম্পাদক