Home » শাহবাগ প্রবাসী ট্রাস্টের অর্থায়নে ১০০ জন ছেলের খৎনা করানো হল

শাহবাগ প্রবাসী ট্রাস্টের অর্থায়নে ১০০ জন ছেলের খৎনা করানো হল

ফখর উদ্দিনঃ “শাহবাগ প্রবাসী ট্রাস্টের” অর্থায়নে ১০০ জন অসচ্ছল ছেলের খৎনা করানো হল, ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ্ সমুন্নত রাখার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল ছেলেদের জন্য প্রবাসী সন্তানদের সামাজিক সংগঠন “শাহবাগ প্রবাসী ট্রাস্টের” অর্থায়নে আজ ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০ তা থেকে ৫টা পর্যন্ত, জকিগন্জ থানার বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় ডাক্তার হাসনাত কবিরের সার্বিক ব্যবস্থাপনায় ১৬ জন ডাক্তার “ফ্রি খৎনা ক্যাম্প ও ঔষধ প্রদান” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে, খৎনা করার পূর্বে সকলের BT-CT টেষ্ট করা হয়।
উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিষ্ট জাহিদ আহমেদ, ফখর উদ্দিন রাজ্জাক আহমেদ, এবং প্রবাসী ট্রাস্টের প্রতিষ্ঠাতা সংগঠক ইংল্যান্ড প্রবাসী দেলওয়ার হোসেন এবং স্পেন প্রবাসী খায়রুল আলম ও ট্রাস্টের কার্যকরি পরিষদের সিনিয়র সদস্য ইংল্যান্ড প্রবাসী শিবার আহমদ, ও ভলান্টিয়ার বৃন্দ, উক্ত খৎনা ক্যাম্পে ১০০ জন অসহায় ছেলেদের খৎনা সম্পন্ন করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *