বহু জল্পনা-কল্পনা পর অবশেষে। ক্রিস্তিয়ানো রোনালদোকে নিজেদের দেশে আতিথেয়তা দেওয়ার সুযোগ না পেলেও ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসিকে বরণ করতে প্রস্তুত ভারত। আর্জেন্টাইন মহাতারকার বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ ভারতজুড়ে অভূতপূর্ব উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
আগামীকাল ভারতে পা রাখবেন মেসি। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আগামী ১৩, ১৪ এবং ১৫ ডিসেম্বর তিন দিনে চারটি শহর জুড়ে সফর করবেন। ২০১১ সালের পর এটাই হবে মেসির প্রথম ভারত সফর। আর ‘এলএম টেনের’ সফল সূচিতে রয়েছে এমন সব আয়োজন আছে,যার স্বপ্ন ভারতের ফুটবল ভক্তরা বছরের পর বছর ধরে দেখে আসছেন।
বহু আয়োজনের ভীড়ে অন্যতম প্রধান আকর্ষণ মেসির ভাষ্কর্য উন্মোচন। কলকাতায় ৭০ ফুট উচ্চতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের ভাষ্কর্য উন্মোচিত হবে। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে কোনো ফুটবলারের এত উচ্চতার ভাস্কর্যের নজির নেই।
মেসি ভ্রমণ করবেন কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। প্রতিটি শহরেই থাকছে ভিন্ন ভিন্ন আয়োজন। সফর শেষ হবে রাজধানী দিল্লিতে, যেখানে মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
সফরের বেশ কয়েকটি অংশে মেসির সঙ্গে যোগ দেবেন তাঁর ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল।
‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ এর একমাত্র প্রমোটর শতদ্রু দত্ত সফরের তারিখ নিশ্চিত করেছেন। মেসির ১২ ডিসেম্বর ভারতে পৌঁছানোর কথা রয়েছে। সফরটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৩ ডিসেম্বর কলকাতায়, সেদিন সন্ধ্যায়ই মেসি যাবেন হায়দ্রাবাদ। পরের দিন আটবারের রেকর্ড ব্যালন ডি’অর জয়ী থাকবেন মুম্বাইয়ে। আর সফরের শেষ দিন সোমবার তিনি পৌঁছাবেন নয়াদিল্লিতে।
লিওনেল মেসির ভারত সফর – পুরো সূচি
কলকাতা পর্ব:
মেসি শনিবার ভোররাতে ১টা ৩০ মিনিটে কলকাতায় অবতরণ করবেন এবং ইএম বাইপাসের একটি পাঁচ তারকা হোটেলে উঠবেন। পরের দিন সকালেই ৯:৩০ থেকে ১০:৩০–এর মধ্যে তিনি অংশ নেবেন স্পনসরদের জন্য রাখা এক বিশেষ ‘মিট-অ্যান্ড-গ্রিট’ অনুষ্ঠানে। যেখানে আয়োজন করা হয়েছে আর্জেন্টিনা–ভারতের সংমিশ্রণের এক অনন্য খাদ্য উৎসব। মেনুতে থাকবে আসামের স্বাদে মেশানো আর্জেন্টাইন হার্বাল চা ‘মাতে’, পাশাপাশি ইলিশ মাছ এবং নানা ধরনের বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি। কলাকাতায় ভাষ্কয্য উন্মোচনের সময় অবশ্য সরাসরি উপস্থিত থাকবেন না মেসি। নিরাপত্তাজনিত কারণে এই প্রতিমূর্তি হোটেল থেকেই ভার্চুয়ালি উন্মোচন করবেন তিনি। এ প্রসঙ্গে প্রমোটর শতদ্রু দত্ত, ‘শুধু তার (মেসি) সবচেয়ে বড় ভাষ্কর্যই নয়, আমরা একটি বিশাল মুরালও উন্মোচন করব, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্গাপূজা প্যান্ডেলে রাখা হবে। যাতে সব ভক্তরা সুযোগ পান সেখানে রঙ করে যেতে এবং পাশে থাকা মেসেজ বক্সে বার্তা লিখে রাখতে।’
স্টেডিয়ামের অনুষ্ঠানে ৭০ হাজারেরও বেশি দর্শক সমাগমের আশা করা হচ্ছে। ৭৫ হাজার আসন বরাদ্দ রাখা হয়েছে, আর বিপুল চাহিদার কারণে আয়োজকরা মঙ্গলবার থেকেই কাউন্টার সেল চালু করেছেন। কলকাতায় নির্ধারিত সব কর্মসূচি শেষ করে মেসি সল্ট লেক স্টেডিয়ামে যাবেন এবং সেখান থেকে দুপুর ২টায় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন।
হায়দ্রাবাদ পর্ব:
প্রথমে মেসিকে ১৭ নভেম্বর কোচিতে একটি প্রীতি ম্যাচের জন্য পাঠানোর পরিকল্পনা ছিল, তবে সেই অনুষ্ঠান বাতিল হওয়ায় হায়দ্রাবাদকে যুক্ত করা হয়েছে, যাতে একটি প্রকৃত সর্বভারতীয় সফর নিশ্চিত হয়।
হায়দ্রাবাদে মেসি যোগ দিবেন রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, উপ্পালে সন্ধ্যা ৭টা থেকে হায়দ্রাবাদ ‘গোট কাপে’-এ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিও সেখানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে থাকবে ৭ বনাম ৭ সেলিব্রিটি ম্যাচ। স্কাউট করা যুব ফুটবল খেলোয়াড়দের জন্য মাস্টারক্লাস। পেনাল্টি শুটআউট প্রতিযোগিতা এবং মেসির কীর্তিময় ক্যারিয়ারের উদযাপনে এক সঙ্গীতানুষ্ঠান।
মুম্বাই পর্ব:
আয়োজকরা মেসিকে অনুরোধ করেছেন আর্জেন্টিনার ২০২২ সালের বিশ্বকাপ জয় সম্পর্কিত নির্বাচিত স্মারকস চ্যারিটি নিলামে আনার জন্য।
মুম্বাইয়ে তিনি অংশ নেবেন ‘একটি সমাজসেবামূলক ফ্যাশন শো’-তে। এই ফ্যাশন শোতে মেসি তার বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনা মিডফিল্ডার রদ্রিগো ডে পল–এর সঙ্গে ৪৫ মিনিটের ফ্যাশন সেগমেন্টে অংশগ্রহণ করবেন।
দিল্লি পর্ব:
সোমবার মেসি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করবেন, এরপর মিনারভা অ্যাকাডেমির যুব দলকে বিশেষ সম্মান জানাবেন। এই দল ইতিমধ্যেই ইউরোপের তিনটি বড় টুর্নামেন্ট জিতেছে এবং হেলসিঙ্কি কাপের ফাইনাল খেলেছে। সফরের সময় দিল্লিতে একটি নয়জনের সেলিব্রিটি ম্যাচও হবে।

প্রতিনিধি