সিলেটের জকিগঞ্জ উপজেলার পল্লীশ্রী বাজারে অমৃত ভান্ডার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এলাকার তরুন সমাজকর্মী ও উদ্দোক্তা অমিত রায় অমৃত এর পরিচালনায় তাঁর নিজ নামে প্রতিষ্ঠিত মুদি দোকান চালু করা হয়। অধ্য ৩০ নভেম্বর রবিবার বিকাল ৩ টায় ভগবান শ্রী শ্রী গনেশ ঠাকুরের পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে যাত্রা শুরু করেন। উক্ত পূজা অর্চনার দায়িত্বে ছিলেন পুরোহিত বিশাল শর্ম্মা। সমাজের গর্নমান্য ব্যাক্তিবর্গের উপস্থিততে জমকালো এ আয়োজনে উপস্হিত ছিলেন বাজার কমিটি সদস্যবৃন্দ ছাড়াও সমাজের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

অমিত রায়ের বক্তব্য বলেন, আমি ক্ষুদ্র উদ্দোক্তা হলেও সফলভাবে সমাজে বেকার দূরীকরণ ন্যায্য মূলের এই প্রতিষ্ঠানে দৈনিক চাহিদা অনুযায়ী সব ধরনের পাইকারি ও খুচরা দ্রব্য সামগ্রীর বিপুল সমাহার থাকবে। সমাজের সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগিতা চেয়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মূল্য পরিচালনা করবেন।

নির্বাহী সম্পাদক