২০১৯ সাল থেকে পলাশ ও স্মৃতি সম্পর্কে রয়েছেন। তবে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব মাতামাতি করেননি। বরং দু’জনেই সম্পর্কের কথা ব্যক্তিগত রেখে কাজেই মনোযোগ রেখেছেন।
বাবার শারীরিক অসুস্থতার কারণে থমকে গিয়েছে স্মৃতি মন্ধানার বিয়ে। তবে এর মধ্যেই উঠে আসছে নানা খবর। এমনকি, হবু বর পলাশ মুচ্ছল সম্পর্কে প্রতারণা করছিলেন, এমনও শোনা যাচ্ছে। তার পর থেকে প্রশ্ন উঠছে, বিয়েটা আদৌ হচ্ছে তো? স্মৃতি ও পলাশের সাফল্য ও আর্থিক অবস্থান নিয়েও তুলনা চলছে।
২০১৯ সাল থেকে পলাশ ও স্মৃতি সম্পর্কে রয়েছেন। তবে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব মাতামাতি করেননি। বরং দু’জনেই সম্পর্কের কথা ব্যক্তিগত রেখে কাজেই মনোযোগ দিয়েছেন। জানা যাচ্ছে, বিসিসিআই-এর সঙ্গে চুক্তি অনুযায়ী বছরে ৫০ লক্ষ টাকা পান স্মৃতি। আন্তর্জাতিক ক্ষেত্রে খেলার জন্যও আলাদা করে পারিশ্রমিক পান। টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা, ওয়ান ডে ম্যাচের জন্য ৬ লক্ষ টাকা এবং টি২০ ম্যাচের জন্য ৩ লক্ষ টারা পারিশ্রমিক নেন তিনি। বর্তমানে তিনি ৩৪ কোটি টাকার মালকিন বলে জানা যায়।
অন্য দিকে, পলাশের সম্পত্তির পরিমাণ ২০-২৪ কোটি টাকার আশপাশে বলে শোনা যায়। গান বাঁধা, ছবিতে সঙ্গীত পরিচালনা এবং মঞ্চে অনুষ্ঠান করে টাকা রোজগার করেন তিনি।
উল্লেখ্য, দিন কয়েক আগে নাটকীয় কায়দায় স্মৃতিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। হাঁটু গেড়ে প্রেমিকার অনামিকায় হিরের আংটি পরিয়ে দিয়েছিলেন। তার পরে একে একে হয় প্রাক্বিবাহ অনুষ্ঠান। সঙ্গীত অনুষ্ঠানে একসঙ্গে নাচতেও দেখা যায় তাঁদের। রবিবার বিকেলে বিয়ে হওয়ার কথা ছিল তারকাজুটির। কিন্তু স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে থমকে যায়। তার পরে বিয়ে সংক্রান্ত সমস্ত ছবি মুছে ফেলেন স্মৃতি।

নির্বাহী সম্পাদক