
কিভাবে চার মাসে ২১ কেজি কমালেন বলিউড অভিনেত্রী ভূমি
শরীরে একবার মেদ জমলে, তা থেকে ছাড়া পাওয়া মোটেই সহজ কথা না। কিন্তু এই কঠিন কাজটাকেই সহজ করে দেখিয়েছেন বলিউডের বহু অভিনেত্রী। তাদের মধ্যে একজন হলেন ভূমি পেডনেকর। ‘দম লগা কে হাইশা’ (২০১৫) আয়ুশমান খুরানার সঙ্গে পাল্লা দিয়ে নেচেছিলেন ভূমি পেডনেকর। ছবি মুক্তির চার মাসের মধ্যেই ২১ কেজি কমিয়ে ফেলেছিলেন পৃথুলা ভূমি। নতুন অবতারে বোঝা…