
দীপিকা নয়, কার সঙ্গে রাতভর ডান্স ফ্লোর মাতিয়ে দিলেন রণবীর
সামনেই গাঁটছড়া বাঁধতে চলেছেন দু’জনে। রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। টিনসেল টাউনে হই হই রব। কিন্তু তার মধ্যেই রণবীরকে দেখা গেল অপর এক নায়িকার সঙ্গে ডান্স ফ্লোর মাতিয়ে দিতে। একটা ‘পার্টি সং’, যাকে বলে ‘পেপি নাম্বার’ তার সঙ্গেই পা মেলাচ্ছেন ‘পদ্মাবত’ নায়ক। কিন্তু দীপিকার বদলে তাঁর সঙ্গে কোন নায়িকা? রণবীর আসলে নাচছিলেন শুটিং ফ্লোরে। যে…