
রেখার প্রেমের করুণ কাহিনী
অনলাইন ডেস্ক: কি পর্দা, কি পর্দার বাইরে—বহু মৃত্যুঞ্জয়ী প্রেমের গল্পের সাক্ষী বলিউড। কিছু কিছু প্রেম মানুষকে ভালোবাসার শক্তির ওপর বিশ্বাস করতে শেখায়, আর কিছু প্রেম বিবাহ নামক প্রতিষ্ঠানেরই ভিত কাঁপিয়ে দেয়। বলিউডের অন্যতম আলোচিত প্রেমের গল্প চিরসবুজ সুন্দরী রেখা ও একসময়ের তারকা অভিনেতা বিনোদন মেহরার। বহুবার প্রেমে পড়েছেন চিরসুন্দরী রেখা। বহুবার তাঁর হৃদয় ভেঙেছে। অবশেষে…