
শেষ ষোলোর প্রথম লেগে হারলো রানার্সআপ টটেনহ্যামও
চ্যাম্পিয়ন লিভারপুলের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে হারলো বর্তমান রানার্সআপ টটেনহ্যাম হটস্পারও। বুধবার রাতে ঘরের মাঠে জার্মান ক্লাব আরবি লাইপজিগের কাছে ১-০তে হারে কোচ হোসে মরিনহোর দল। লাইপজিগের হয়ে ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন টিমো ভেরনার। কোচিং ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের ম্যাচ হারলেন মরিনহোর। ২০০৬তে…