
তানভীর-নাবিলার ‘ধূম্রজাল’
গোলাম কিবরিয়া তানভীর ও নাবিলা ইসলাম জুটি বেঁধেছেন একটি নাটকে। ‘ধূম্রজাল’ শিরোনামে নাটকটি লিখেছেন পারভেজ ইমাম। পরিচালনা করেছেন সজীব মাহমুদ।এনটিভিতে আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। তানভীর ও নাবিলা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন পারসা ইভানা, মিলি বাশার, রিফাত চৌধুরী প্রমুখ।পরিচালক সজীব মাহমুদ বলেন, ‘নাটকের গল্পটা একদম ভিন্নরকম। আশা করি, দর্শকদের ভালো…