
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যেভাবে নিউইয়র্কে আয়োজন করা হয়েছিল বেনিফিট কনসার্ট
রবি শঙ্করের নিজের কথা ছিল এমন: খবরগুলো পড়ে আমার খুব মন খারাপ ছিল, আর আমি বললাম, “জর্জ, এই হলো অবস্থা, আমি জানি এটা তোমার দুর্ভাবনার বিষয় না, তুমি সম্ভবত এটা বুঝে উঠতেও পারবে না। “কিন্তু আমি যখন জর্জের সঙ্গে কথা বললাম, তিনি বেশ আবেগ তাড়িত হয়ে ওঠেন … আর আমাকে বলেন, “হ্যা,আমার মনে হয় আমি…