Home » ভুল ইমোজিতে ভুল বার্তা দেওয়ার আগে দেখে নিন কোনটির কী মানে

ভুল ইমোজিতে ভুল বার্তা দেওয়ার আগে দেখে নিন কোনটির কী মানে

২০১৫ সালে অক্সফোর্ড ডিকশনারি একটি ইমোজিকে (তালিকায় প্রথমটি) তাদের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করে। অর্থাৎ মনের ভাব প্রকাশে ইমোজি এখন শব্দের মতোই, কখনো কখনো শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ। আর তা নেটিজেনদের ভালোই জানা। তবে ভুল ইমোজি পাঠালে প্রাপক যে আপনাকে ভুল বুঝতে পারে, সেটাও নিশ্চয় জানেন? আর সে জন্যই ইমোজিগুলোর সঠিক অর্থ নিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক আয়োজন। আজ থাকছে জনপ্রিয় তবে দ্ব্যর্থবোধক ১০টি ইমোজির সঠিক ব্যবহার।

 

 

 

 

 

 

 

 

১০

 

কখন ব্যবহার করবেন, তা যে কেবল এই ক্ষেত্রগুলোতেই সীমাবদ্ধ নয়, তা-ও কি বলে দিতে হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *