
দাবাং ছবি ক্যারিয়ার শেষ করে দিয়েছে-মাহি গিল
অনুরাগ কাশ্যপের দেব ডি দিয়ে বলিউডে পা রেখেছিলেন। অভিনয়গুণে নজরও কেড়েছিলেন দর্শকের। কিন্তু ক্যারিয়ারের দৌড়ে পিছিয়ে পড়েছেন মাহি গিল। আর এ জন্য তিনি দায়ী করেছেন সালমান খানের দাবাং ছবিকে। দেব ডি-র পর গুলাল ছবি করেন মাহি। তারপর হাতে আসে দাবাং, পরিচালনায় ছিলেন অনুরাগ কাশ্যপের ভাই অভিনব। দাবাং-এর মত সুপারহিট বাণিজ্যিক ছবিতে পার্শ্বচরিত্র করেন তিনি। মাহি…