
নতুন সিনেমার শুটিং শুরু প্রভাসের
অনলাইন ডেস্ক: বাহুবলীর দুর্দান্ত সাফল্যর পর পুরো ভারতজুড়েই খ্যাতিনামা তরকাদের তালিকায় নাম লেখান প্রভাস। তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। করোনা লকডাউনের দীর্ঘকালীন বিরতি শেষে মাস খানেক আগেই শুটিং সেটে ফিরেছেন প্রভাস। দিন কয়েক আগেই রাধা কৃষ্ণ পরিচালিত “রাধে শ্যাম” সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এবার শীঘ্রই শুরু করতে যাচ্ছেন প্রশান্ত নীল…