
রেকর্ড ভিউ ‘রাধে’র, প্রথম দু’দিনেই বিদেশে আয় ১৩ লাখ ডলার
বলিউড সুপারস্টার সালমান খান কথা দিয়েছিলেন ঈদেই মুক্তি পাবে ‘রাধে – ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। যেমন কথা তেমন কাজ। ঈদের আগের দিন ওটিটি মঞ্চে মুক্তি পেয়েছে রাধে। মুক্তি পাওয়ার প্রথম দিনই ওটিটি মঞ্চে ‘রাধে’ সর্বাধিক দেখা ছবি। সারা বিশ্ব জুড়ে একদিনেই ৪২ লাখ ভিউ হয়েছে ছবিতে। পুলিশের ভূমিকায় সালমান খানের অভিনয় বিদেশী ভক্তরাও পছন্দ করেছেন…